গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী বাসচাপায় শ্রীমতি কানন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত শ্রীমতি কানন উপজেলার পবনাপুর ইউনিয়ের শ্রী পূর্ন চন্দ্রের স্ত্রী।
মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ডাকঘর নামক এলকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চত করেন বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।
চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, রংপুরে মেয়ের বাসার এক অনুষ্ঠান শেষে স্বামীর সাথে বাস যোগে বাড়ি ফিরছিলেন শ্রীমতি কানান। এসময় তিনি ডাকঘর এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হতে গেলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শ্রীমতি কানন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক বাসটি আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ