২৪ এপ্রিল, ২০২৪ ১৮:৫৩

চাঁদপুরে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি

নেয়ামত হোসেন, চাঁদপুর

চাঁদপুরে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি

চাঁদপুরে তীব্র তাপদাহে হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। এতে করে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বেশির ভাগই শিশু। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবছরই গরমের কারণে রোগবালাই বৃদ্ধি হলেও সচেতনতাই পারে  স্বাস্থ্য ঝুঁকি কমাতে। গরমে অসংখ্য মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে। তুলনামূলকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির বেশীর ভাগই হচ্ছে শিশু।

চাঁদপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীর চাপ বাড়ায় সবাইকে ভর্তি রাখা কঠিন হয়ে পড়ছে। সিট না পেয়ে অনেকে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। গত ৭ দিনের গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই হাজার ৩২ জন রোগী ভর্তি হয়েছে।

চাঁদপুর সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, বহিঃর্বিভাগে গড়ে প্রতিদিন  কমপক্ষে ৩৫০ জন রোগী চিকিৎসা নিতে আসে। জরুরি বিভাগে সেবা নেয় গড়ে ৪০/৫০ জন রোগী। অথচ শিশু ওয়ার্ডে ৪২টি আসনের বিপরীতে শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। যা আসন সংখ্যার চাইতে দ্বিগুণেরও বেশি। তবে বেশির ভাগ রোগী হাজীগঞ্জ, ফরিদগঞ্জ,  রামগঞ্জ, হাইমচরসহ নদী তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলের।

গত কয়েকদিনে  ১৪ এপ্রিল ২১৭ জন,  ১৫ এপ্রিল ২২৭ জন,  ১৬ এপ্রিল ২০১ জন, ১৭ এপ্রিল ২০০ জন, ১৮ এপ্রিল ২০৬ জন, ১৯ এপ্রিল ১৬০ জন, ২০ এপ্রিল ২০৯ জন, ২১ এপ্রিল ২১৩ জন। এভাবে প্রতিদিন হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। তবে রোগীর স্বজনরা জানান, গত কয়েক দিনে গরমে জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া  নিয়ে অনেক শিশু রোগী ভর্তি হয়েছে। নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।

অভিভাবকরা বলেন,  গরমে শিশুদের ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া ও পাতলা পায়খানায় শরীর দুর্বল হয়ে পড়েছে। বেশিরভাগ শিশুরই  শ্বাস নিতে অসুবিধা হয়। চিকিৎসকের পরামর্শে তারা হাসপাতালে ভর্তি করিয়েছেন। এদিকে শিশু রোগীর পাশাপাশি বৃদ্ধরাও গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গত কয়েকদিনের তাপদাহে বৃদ্ধসহ বিভিন্ন বয়সীরা নানাহ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেবা নিতে আসা রোগীরা গরমে হাঁস ফাঁস করছেন। গরমে যখন বিদ্যুৎ চলে যায় তখন রোগীরা দিশেহারা হয়ে পড়ছেন। হাসপাতালের তথ্য অনুসারে, সাধারণত বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে গত কয়েকদিন ধরে রোগীর সংখ্যা বেড়েই চলছে। এদিকে চাঁদপুর হাসপাতালের চিকিৎসকরা বলছেন, গত বছরের তুলনায় এবার জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাস কষ্ট, পাতলা পায়খানা ও  নিউমোনিয়া রোগী বেড়েছে। এই গরমে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এই মুহূর্তে হাসপাতালে অনেক নিউমোনিয়া ও ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। অতিরিক্ত গরমে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বেড সংকটের কারণে আমরা সব রোগীকে বেডে দিতে পারছি না।

শিশু ওয়ার্ডের ইনচার্জ ফেরদৌসী বলছেন, প্রতিদিন আসন সংখ্যার চেয়ে দ্বিগুণের বেশি রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ফলে চাহিদার তুলনায় জনবল কম থাকার পরও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের নার্সরা সাধ্যমত সেবা দিতে কোন রকম কার্পণ্য করছেন না। তারা যথেষ্ট  ধৈয্য সহকারে ও হাসিমুখে ভর্তিকৃত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। 

চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: আব্দুল আজিজ জানান, এখন গরমের কারণে শিশুরা সাধারণত জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা ও নিউমোনিয়া রোগেই বেশি আক্রান্ত হচ্ছেন। অভিভাবকরা সচেতন হলেই  শিশুদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে পারে। সময়মত চিকিৎসকের কাছে যাওয়া, সময়মত মায়ের বুকের দুধ খাওয়ানো, বাসী খাবার না খাওয়ানো, শরীর যাতে না ঘামায় সেদিকে খেয়াল রাখা, এমনকি বাইরের খাবার একেবারেই খাওয়াবেন না। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর