ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা ও গাঁজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাটে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট শহরের রেলরোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক সরদার আল নাহিয়ান ওসারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা ও গাঁজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিসহ ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন তারা।
বিডি প্রতিদিন/এএ