চুয়াডাঙ্গা পৌর এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে বুজরুকগড়গড়ি সড়কের মহিলা কলেজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ বুজরুকগড়গড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি পাশের কেদারগঞ্জ বাজারে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে কেদারগঞ্জ বাজারে নিজ কর্মস্থলে আসছিলেন আব্দুর রশিদ। পথে একটি পাখিভ্যানকে (ব্যাটারি চালিতভ্যান) অতিক্রম করতে গিয়ে বিপরীতমুখী একটি ট্রাক্টরের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এমআই