১২ মে, ২০২৪ ২১:২৬

বগুড়ায় দোঁলনচাপা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় দোঁলনচাপা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

ফাইল ছবি

কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার মাত্র দুই দিনের ব্যবধানে এবার বগুড়ার আদমদীঘিতে দোঁলনচাপা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে প্রায় দেড় ঘণ্টা যাবত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার জংশন থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোঁলনচাপা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন উপজেলার সান্তাহার সুজিত রেলগেট অতিক্রম করার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাবিবুর রহমান হাবিব জানান, ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়ার পর সান্তাহার স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন নিয়ে গিয়ে ট্রেনটি উদ্ধার করে পঞ্চগড় অভিমুখে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা বিলম্বে চলাচল করে। ফলে ওই রুটে ওই সময় অন্য ট্রেন চলচল বন্ধ ছিল।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম স্টেশন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর