রংপুরের বদরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার উত্তর রামচন্ডি উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের লোকমান আলীর মেয়ে সুমাইয়া আক্তার (১৫) এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। রবিবার পরীক্ষার ফলাফলে এক বিষয়ে ফেল করে সুমাইয়া। এই দুঃখে সোমবার সকালে বাড়ির সকলের অজান্তে বিষপান করে। বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ