নেত্রকোনায় শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরি করতে অনুষ্ঠিত হয়েছে সমাপনী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা। ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ বিষয়ের উপর পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরে নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয় ও আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের তার্কিকরা।
জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কমিটির সম্পাদক সহকারী অধ্যাপক মো. নাজমুল কবীর সরকারের সঞ্চালনায় সভাপতি আলী আমজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনীতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুখময় সরকার, আলোচনা করেন ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান, বক্তব্য রাখেন সহকারী পরিচালক ইশতিহাদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমসহ অন্যরা।
অনুষ্ঠানে গত এক সপ্তাহ ধরে চলমান দুর্নীতি প্রতিরোধ বিষয়ে রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া জেলা শহরের সাতটি স্কুলের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এদিকে সমাপনী দিনে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে যুক্তিতে হারিয়ে বিপক্ষ দল আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই