নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রবীন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি অধ্যাপক ওয়ালী উল্যাহ ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত ১২.৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি যুদ্ধ চলাকালীন নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে হাতিয়াসহ নোয়াখালীবাসী শোকাহত।
এদিকে তার মৃত্যুতে নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, হাতিয়ার এমপি মোহম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ উল্যা খান সোহেলসহ আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধারা তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/হিমেল