চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাইহান আলী শুভ (২২) নামে এক কলেজছাত্র ও সোনীয়া খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মহানন্দা সেতুর রাবারড্যাম এলাকা ও ভোলাহাট উপজেলার বজরাটেক বাগানঘাট্টি নদীতে এ ঘটনা ঘটে। মৃত রাইহান আলী শুভ হচ্ছে শহরের কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র ও চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে এবং সোনিয়া খাতুন হচ্ছে জেলার ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামের জোহর আলীর মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, রাইহান আলী শুভ ৫-৭ জন বন্ধুর সাথে দুপুরে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় নদীর কিনারায় সাঁতার শিখছিল এবং হঠাৎ করে সে নদীর গর্তে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবারও সে বন্ধুদের সাথে একই স্থানে গোসল করতে গিয়েছিল।
এদিকে দুপুর দুইটার দিকে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মহানন্দা নদীর ঘাটে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে মৃত্যু সোনিয়া খাতুনের। স্থানীয়রা জানান, বজরাটেক মুন্সিগঞ্জ গ্রামে নানা জমিরুদ্দিনের বাড়ি বেড়াতে এসে দুপুরের দিকে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সোনিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম