দিনাজপুরের বিরলে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ছিটিস চন্দ্র রায় নাউয়া (৭৮) বিরল উপজেলার সদর ইউপির বুনিয়াদপুর গ্রামের মৃত মেঘডল রায়ের ছেলে।
শনিবার দুপুর ১টার দিকে বিরল সদর ইউপির বুনিয়াদপুর গ্রামের নিজ বাড়িতে সিলিং ফ্যানের তার মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছিটিস চন্দ্র রায় নাউয়া নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোকাহত পরিবারকে সান্তনা প্রদান করেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। এ সময় তার সাথে ছিলেন বিরল সদর ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন।
বিডি প্রতিদিন/এএম