বগুড়া সদরে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক বাসযাত্রী ওয়ালিউল আলী সরদার (৩৫) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। গ্রেফতার ওয়ালিউল দিনাজপুর পার্বতীপুরের হারুন অর রশিদের ছেলে। বর্তমানে তিনি নীলফামারির সৈয়দপুরে বসবাস করেন।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক রাজিউর রহমান জানান ঢাকা থেকে মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান রংপুরে যাচ্ছে এমন খবর পেয়ে মহাসড়কের গোকুলে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বাসে এ-৪ সিটে বসা যাত্রী ওয়ালিউল কাছে থাকা স্কুল ব্যাগে ২৬টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটগুলোতে কমলা বর্ণের ৫ হাজার ২০০ পিস ইয়াবা পওয়া যায় ও তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়ালিউর জানিয়েছেন তিনি পেশাদার মাদক কারবারী। কক্সবাজার থেকে আসা ইয়াবার চালান তিনি ঢাকা থেকে ক্রয় করে উত্তরবঙ্গে নিয়ে এসে বিক্রি করেন। উদ্ধার হওয়া ইয়াবাগুলো তিনি রংপুর শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এরআগে বগুড়াতেও তিনি ইয়াবার চালান নিয়ে এসেছিলেন।
ওয়ালিউরের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে সদর থানায় প্রচলিত মাদকদব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম