ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে সর্বস্তরের মানুষের সমন্বয়ে ‘দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি’র আয়োজনে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ বিক্ষোভ কমিটির সমন্বয়কারী ও কমিউনিস্ট পার্টি দিনাজপুর সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহীদুল্লাহ, ওয়ার্কার্স পার্টি দিনাজপুর শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, এ্যাডাব সভাপতি মো. মোজাফ্ফর হোসেন, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কানিজ রহমান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল মতিন সৈকত, বাসদ দিনাজপুর আহ্বায়ক কিবরিয়া হোসেন, এসএম মনিরুজ্জামান মনির প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই