ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) -এর উপজেলা বীজ বিক্রয় কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এর ছাদে ও এক কোণায় বটগাছ জাতীয় ছোট বড় অনেক আগাছা জন্মে এগুলোর শিকড় দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে গেছে। এতে দেয়াল ও ছাদ ফেটে গেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, বৃষ্টির সময় উপর থেকে ছুয়ে ছুয়ে ভেতরে পানি পড়ে। তখন মেঝেতে পানি জমে যায়। কর্মকর্তা কর্মচারীদের বসার কোন পরিবেশ নেই। বৃষ্টি ছাড়াও সবসময় মেঝেতে স্যাঁত স্যাঁতে থাকে। এতে বীজ নষ্ট হয়ে যায়। এজন্য ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং ঠেকা কাম চালানোর জন্য এর পাশে ছোট একটি টিনশেড তৈরি করা হয়।
উপজেলা পর্যায়ে এ টিনশেড আদর্শ বীজ সংরক্ষণের জন্য যথেষ্ট নয় বলে জানান অভিজ্ঞ মহল। এ বিষয়ে ফুলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু বলেন, দীর্ঘদিন যদি বীজ এ টিনশেডে রাখা হয় তাহলে উচ্চ তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা ও স্টোরেজ পরিবেশের আর্দ্রতার কারণে বীজের গুণগত মান নষ্ট হতে পারে। কাজেই এখানে একটি ভবনের জরুরি প্রয়োজন। এ বিষয়ে ফুলপুর বিএডিসির উপসহকারী পরিচালক (বীজ বিপণন) জান্নাত আরা সুলতানা বলেন, আপাতত চলতেছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তবে এখানে একটি নতুন ভবন দরকার। এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ বিএডিসির উপপরিচালক (বীজ বিপণন) মো. ফারুকুল ইসলাম বলেন, ফুলপুরে একটি নতুন ভবনের জন্য আমরা আবেদন জমা দিয়েছি। এ ব্যাপারে ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা করছি।
বিডি প্রতিদিন/এএ