কক্সবাজারের উখিয়ার চেংছড়ি পাটুয়ারটেক বিচ এলাকার মেরিন ড্রাইভ সড়ক থেকে ৭ লাখ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার হাজী মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আমিন (৪০), মৃত দীল মোহাম্মদের ছেলে জাফর আলম (২৬), সদর ইউনিয়নের গোদার বিল এলাকার আবু সৈয়দের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (৩৫) ও একই এলাকার মৃত মোহাম্মদ কাশেমের ছেলে নুরুল আবসার (২৮)। সোমবার কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মেরিন ড্রাইভ সড়ক হয়ে মাদক কারবারি আব্দুল আমিন তার মাদক সিন্ডিকেটের অন্যসদস্যসহ মাদকের একটি বিশাল চালান নিয়ে একটি প্রাইভেটকার যোগে টেকনাফ থেকে কক্সবাজার শহরের দিকে আসছে। এমন তথ্যে র্যাবের একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাটুয়ারটেক চেংছড়ি মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি চলাকালীন সময়ে টেকনাফ থেকে আগত কক্সবাজারগামী একটি কালো রংয়ের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টাকালে র্যাবের আভিযানিক দল প্রাইভেটকারটি থামাতে সক্ষম হয়।
পরে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় গাড়িটি তল্লাশি করে গাড়ির পিছনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৭লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত বিলাস বহুল পাজেরো স্পোর্ট কারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আব্দুল আমিন মাদক ব্যবসায়ী, ইয়াবা সম্রাট ও মাদক সিন্ডিকেটটির অন্যতম সদস্য। সে প্রথমে মুদির ব্যবসা এবং বিভিন্ন গরুর হাটের ইজারাদারি করতো। পরবর্তীতে সে পলিথিন ও কার্পেট ব্যবসার সাথে সম্পৃক্ত হয়। এসব ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।
বিডি প্রতিদিন/এএ