২১ মে, ২০২৪ ২৩:১৮
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

খুলনার ফুলতলা উপজেলা নির্বাচনে আকরামের জয়

অনলাইন প্রতিবেদক

খুলনার ফুলতলা উপজেলা নির্বাচনে আকরামের জয়

শেখ আকরাম হোসেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খুলনার তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

বেসরকারি ফলাফলে ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন। ৪৩টি কেন্দ্রে আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২১ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাব্বির হোসেন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৮৪ ভোট।

তেরখাদা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি আবুল হাসান শেখ আনারস প্রতীকে ২৮ হাজার ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বিন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭৩৮ ভোট।

দিঘলিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ মারুফুল ইসলাম আনারস প্রতীক ৩৪ হাজার ৪২৩ নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন মল্লিক দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ২৭৩ ভোট।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর