নারায়ণগঞ্জে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিন নতুন করে আরো ৩টি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জন ও মোট মামলার সংখ্যা ২৭।
রবিববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেফতারসহ এ নিয়ে জেলায় মোট ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় আরো ৩টি মামলা হয়েছে। এ নিয়ে সহিংসতার ঘটনায় জেলায় মোট মামলা হলো ২৭টি।
বিডি প্রতিদিন/এএম