কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের সাবেক আমির সমশের মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নাশকতা ঠেকাতে সারা দেশের মতো জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের সাবেক আমির সমশের মোল্যাকে গ্রেফতার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার সমশের মোল্যা কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ