কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নোয়াখালীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী দেশি ফল মেলা উৎসব। এই উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মীরা রাণী দাসের সভাপতিত্বে জেলা কার্যলয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্ত্যব রাখেন। এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শারমিন আরা) সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশরেফুল হাসান ও সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় ১২৫টি জাতের দেশীও ফল প্রদর্শন করা হয়েছে। ৯টি উপজেলা থেকে ২০টি স্টোল স্থান পেয়েছে আগামী ৩দিন এ মেলা চলবে।
বিডি প্রতিদিন/এএম