লক্ষ্মীপুরে জনপ্রতিনিধিদের নিয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আবদুল্যা আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার।
এসময় বক্তারা সাম্প্রতিককালে কোটা আন্দোলনকে ঘিরে দেশে যে সহিংসতা ও নাশকতা সংঘটিত হয়েছে সে বিষয়ে জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়াও গুজব এড়াতে সত্য মিথ্যা যাচাই করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।
সভায় জেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম