বগুড়ার আদমদীঘির সান্তাহারে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তুহিন হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় তিনমাথায় দুর্ঘটনাটি ঘটে। নিহত তুহিন নওগাঁর রানীনগর উপজেলার পারাইল গ্রামের ফকিরপাড়ার শিমুলের ছেলে।
জানা গেছে, তুহিন পেশায় একজন রাজমিস্ত্রীর সহকারি। বেশ কিছুদিন ধরে কাজের জন্য সান্তাহারে থাকেন। অন্যান্য দিনের মতো গত রবিবার রাতে তুহিন তার এক পরিচিত ব্যক্তির মোটরসাইকেল চেয়ে নিয়ে বিদ্যুৎ অফিস এলাকায় সুমনের বাড়িতে খাবার খেতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে তিনি হবীর মোড় তিনমাথা অতিক্রম করার সময় নওগাঁ থেকে বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুহিন মারা যান।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী জানান, ট্রাক, মোটরসাইকেল ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাক চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম