দেশে চলমান অবস্থায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে খেটে খাওয়া দরিদ্র, অসহায় ও কর্মহীন ৫ শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগ অফিস চত্ত্বরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষে এইসব সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের সভাপতিসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ