কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে নাটোরের লালপুর উপজেলায় আবু সাঈদ সোহাগ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে এ তথ্য জানা গেছে।
সোহাগ উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি গত ১৯ জুলাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার পদ থেকে পদত্যাগ করেন। সোহাগ উপজেলার বোয়ালিয়া পাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
জানা যায়, কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ সোহাগ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ১৯ জুলাই তার পদ থেকে পদত্যাগ করেন।
এ ঘটনার পর ২২ জুলাই ভোরে তাকে আটক করে পুলিশ। ওইদিন উপজেলার ঢুষপাড়া আগরপুর গ্রামের ইমেইল হুদার মেয়ে রিমা খাতুনের সাথে ছাত্রলীগ নেতা সোহাগের বিয়ে হওয়ার কথা ছিল বলে জানা গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ আদালতের মাধ্যমে সোহাগকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই