ঝালকাঠিতে ইভটিজিং, গুজব ছড়ানো, মোবাইল এর অপব্যবহার বিষয়ক সামাজিক সমস্যা নিরসনে সমাজের সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গের উদ্যোগে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলার পাঁচ শতাধিক ইমাম, পুরোহিত, ফাদার ও সমাজের সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি বিভিন্ন সময়ে সন্ত্রাস, নৈরাজ্য ও নাসকতা চালিয়ে দেশে একটি অরাজকতাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। যেকোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও সরকার বিরোধী গুজব ছড়ানো থেকে সকলকে সচেতন হতে হবে এবং এদেরকে প্রতিহত করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল