ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাদশা মিয়া ( ৮৪ ) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মৃত জোড়া আলী ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে কুট্টাপাড়া মোড়ে বৃদ্ধ লোকটি দিগন্ত পরিবহন থেকে নেমে ঢাকা-সিলেট মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধ লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার স্যানাল জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বিডি প্রতিদিন/এএম