কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে সড়কে ব্যারিকেট দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলা শহর মাইজদী প্রধান সড়কের জিলা স্কুলের সামনের সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেট দিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এই সময় প্রতিবাদ সমাবেশে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং বক্তব্য রাখেন। এতে প্রধান সড়কে যানবাহন বন্ধ থাকে এবং পথচারীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়।
সড়কের দুপাশে অধিকাংশ দোকান বন্ধ হয়ে যায়। এই সময় তারা লাঠি হাতে পুলিশকে লক্ষ্য করে উস্কানীমূলক স্লোগান দেয়। প্রায় ২ ঘণ্টা চলে শিক্ষার্থীদের এই কর্মসূচি। পরে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের হস্তক্ষেপে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে বিভিন্ন স্থানে চলে যায়।
বিডি প্রতিদিন/হিমেল