কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামে আমন ধানের জমিতে বিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু ঘটেছে। নিহত কৃষকের নাম আজিজুল হক (৪০)। এ সময় আহত হয়েছে তার ছোটভাই নুরনবী হক (৩৫)।
ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামে। নিহত ও আহতরা ওই গ্রামের নুর ইসলাম মুন্সীর ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা ও নিহতের এক চাচাত ভাই আমিনুল ইসলাম জানান, রবিবার বিকেলে দিকে আমন ধান চাষ করা জমিতে সেচ দেয়ার জন্য আজিজুল হক ও তার ছোটভাই নুরনবী হক বাড়ির পার্শ্ববর্তী একটি সেচ পাম্পের ঘরে যান। সেখানে তারা সেচ পাম্পটি চালু করার সাথে সাথে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কৃষক আজিজুল হকের মৃত্যু ঘটে। এ সময় তার ছোটভাই নুরনবী আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নেয়া হয়।
বিডি প্রতিদিন/এএ