ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মালেক (৫৫) নামে ফিসারীজ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার মান্দারতলা গ্রাম এ ঘটনা ঘটে। আব্দুল মালেক ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা বাঁশতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আবীর ফিসারীজে শ্রমিক হিসাবে কাজ করতেন।
হরিণাকুন্ড থানার ওসি জিয়াউর রহমান জানান, হরিণাকুন্ডু উপজেলার মান্দারতলা গ্রামে আবীর ফিসারীজে বিকাল ৫টার দিকে আব্দুল মালেক বৈদ্যুতিক মোটরের সুইজ বন্ধ করতে যায়। এ সময় তার শরীরের বিদ্যুৎস্পৃষ্টে হলে ফিসারীজের অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিডি প্রতিদিন/এএম