নোয়াখালীতে ১৫ আগস্ট জাতীয় শোকসহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৫ আগস্ট শহিদ ক্যাপ্টিন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. ইব্রাহীম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম