লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস্যজীবী ও বিভিন্ন এনজিও কর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা করেন জেলা মৎস্য বিভাগ। অনুষ্ঠানের শুরুতে মৎস্য খাতের উৎপাদন বৃদ্ধি ও জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কার্যক্রম প্রজেক্টের মাধ্যমে প্রদর্শন করেন এনজিও কর্মীরা।
জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) রিজিওনাল ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কৃষিবিদ এস,এ,এম, মুনীর ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামানসহ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কৃষিনির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ। যা আজ সারাবিশ্বে স্বীকৃত। ইলিশ আহরণ, অভ্যন্তরিন মুক্ত জলাশয়ে মৎস্য আহরণ, জলাশয়ে মৎস্য উৎপাদন এফএও এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষে। দেশের মোট জিডিপির প্রায় ২.৫৩ শতাংশই মৎস্য খাতের অবদান। এর মধ্যে প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে লক্ষ্মীপুর জেলার মাটি ও পানি মাছ চাষের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। জেলায় প্রায় ৫৪ হাজার মৎস্য চাষি মৎস্য উৎপাদন ও ৪৫ হাজার জেলে মেঘনা নদীতে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে। এজেলায় আহরিত মাছের অধিকাংশই ইলিশ। ২৫ হাজার ৫শ মে.টন ইলিশ লক্ষ্মীপুরে উৎপাদন হয়ে থাকে। তাই ইলিশসহ মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তির সহায়তা প্রদান, প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও জেলে পরিবারের বিকল্প কর্মসংস্থানের লক্ষে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের চিত্র তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এএম