জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান শেখ, সাধারণ সম্পাদক এসএম বিপুল ইসলাম, সাংবাদিক আমিনুর রহমান, সজল সরকার, ফারহান লাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/এএ