নাটোরের বড়াইগ্রামে সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ১০ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন।
বনপাড়া এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট চত্বরে আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিকের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা জিন্নাহ ফাউন্ডেশনের সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন মিয়াজী, উপজেলা কৃষক লীগের সভাপতি রুবেল বালী বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই