প্রধানমন্ত্রীর নির্দেশে লক্ষ্মীপুরে অসহায়, গরিব ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের বাঞ্চানগর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু তার ব্যক্তিগত তহবিল থেকে এই অর্থ বিতরণ করেন।
এসময় এক হাজার দুস্থদের মাঝে ৫ লাখ টাকা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহীদ উল্যা, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রুমী পাটোয়ারি, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন ইফতি।
সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কোটা আন্দোলনকে ঘিরে দুর্বৃত্তরা বিভিন্ন সরকারি স্থাপনা পুড়িয়ে দিয়েছে। দেশ ব্যাপক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাইকে এসব দুর্বৃত্ত ও গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই