পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ১৯০ দুস্থ ও পিছিয়ে পড়া নারীর মাঝে ২ কোটি ২৭ লাখ ৫৫ হাজার ৫৭৫ টাকার চেক বিতরণ করেছে মাগুরা এলজিইডি। প্রত্যেক নারীর মাঝে ১ লাখ ২১ হাজার টাকা বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে মাগুরা এলজিইডি ভবনে কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে এসব চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী প্রকৌশলী আ. ন. ম. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান। এ সময় উপকারভোগীসহ বক্তব্য রাখেন সিনিয়র সহকারী প্রকৌশলী তাসমিন আক্তার, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, ধনেশ্বরগাতি ইউনিয়ন চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, গোপালগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান নাসিরুল ইসলাম মিলন।
বিডি প্রতিদিন/এমআই