কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়। অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান কে এম মহিবুল হক খোকন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা মৎস্য অফিসার শাহাদৎ হোসেন ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষী ও মৎস্যজীবিরা। এ সময় উপস্থিত বক্তারা জানান, আমরা মাছে ও ভাতে বাঙালি।সুতরাং মাছ চাষ করে আমাদের চাহিদা পূরণ করতে হবে।
বিডি প্রতিদিন/এএ