কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং অপরাজনীতির প্রতিবাদ জানিয়ে রংপুরে আইনজীবীদের সভা হয়েছে। মঙ্গলবার আইনজীবী সমিতি ভবনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জেলা আইনজীবী সমিতির আয়োজনে ‘আইনজীবী সমাজ ঐক্যবদ্ধ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক প্রমাণিক, যুগ্ম সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম মুকুল, অ্যাড. জিয়াউর রহমান জিয়া, কোষাধ্যক্ষ অ্যাড. নয়নুর রহমান টফি, অ্যাড. জাহাঙ্গীর আলম তুহিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ