ফরিদপুরে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতনের দায়ে একটি মসজিদের ইমামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাহিদ হাসান শাহীন (৩৮)। তিনি বোয়ালমারী উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি মাধবপুর গ্রামে একটি মসজিদে ইমাম হিসেবে চাকুরি করতেন।
আদালত ধর্ষণের অভিযোগে জাহিদ হাসানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি আদালত অপহরণের অভিযোগ তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় প্রদানের সময় ওই আসামি আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় জেলা করাগারে নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ