কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ঢাল করে নরসিংদী জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে জেলখানায় থাকা ৯ জন জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দী পলায়ন করে। জেলখানার অস্ত্রাগার থেকে লুট হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৭ হাজার গুলি। পুড়িয়ে দিয়েছে জেলখানা, গুরুত্বপূর্ণ সব নথি ও আসবাববপত্র। এসব নাশকতার ১১টি মামলায় গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে মোট ২৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এমন পরিস্থিতিতে এবং পলায়নরত আসামিরা যাতে আত্মসর্মপণ করে সেজন্য ২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত দীর্ঘ ১১ দিনে ৫৭৫ জন পলায়নরত কারাবন্দী নরসিংদীর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। ৮৫টি লুট হওয়া অস্ত্রের মধ্যে ৪৯টি অস্ত্র ও ১হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম