৯ আগস্ট, ২০২৪ ১৫:১৩

মাদারীপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি-জামায়াতের সভা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি-জামায়াতের সভা

হিন্দুদের সকল প্রকার ভয়-ভীতি দূর করার জন্য জেলা বিএনপি ও জামায়াত ইসলামীর নেতারা বৃহস্পতিবার রাতে মাদারীপুর শহরের পুরান বাজারের রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে জেলার হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও নেতাদের সাথে আলোচনা মতবিনিময় সভা করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিএনপি-জামায়াতের নেতাদের অভিনন্দন জানানো হয়। 

মাদারীপুর পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও রাধাগোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক বাবুল দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, মানুনুর রশিদ বাবুল হাওলাদার, এ্যাড. জামিনুর হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড. মিজানুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর