পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে কাজ শুরু করেছে টাঙ্গাইল পুলিশ। সোমবার সকাল থেকে টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও শহরে ট্রাফিক সিগন্যালস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালন শুরু করেছে পুলিশ। সকাল থেকেই থানাগুলোতে বিভিন্ন অভিযোগ নেয়া হচ্ছে। পাশাপাশি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। সড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীদেরকেও যানবাহন চলাচলে সহযোগিতা করতে দেখা গেছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ গোলাম সবুর বলেন, পুলিশের সদস্যরা থানাতেই অবস্থান করছিল। আমাদের যে সকল দাবি ছিল সেগুলো বাস্তবায়ন হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানানোর পর আমাদের সদস্যরা কাজ শুরু করে দেয়। থানা কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশও তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে শুরু করেছে।
বিডি প্রতিদিন/এএ