স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর নোয়াখালীতে পুলিশ সদস্যরা কাজে ফিরেছেন। আজ সোমবার সকাল থেকে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়।
জেলার ১০টি থানার মধ্যে ৮টি থানায় সকাল থেকে পুলিশ সদস্যরা কাজে যোগদান করেন। এসময় সেনাবাহিনী সদস্যদের সহায়তায় থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
এছাড়া জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন জেলা ট্রাফিক পুলিশ কর্মকর্তা সিরাজউদ্দৌলা। এছাড়া সড়কে শিক্ষার্থীদের অবদানের জন্য তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ট্রাফিক পুলিশ। তবে থানারগুলোর নিরাপত্তায় এখনও সেনাসদস্যদের নিয়োজিত করা হয়েছে।
হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সোনাইমুড়ি ও চাটখিল থানায় দ্রুত কার্যক্রম শুরুর চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনি আরও জানান, এখনও পুলিশের মধ্য থেকে আতঙ্কে কাটেনি। এখনও শিক্ষার্থীরাও তাদেরকে সহায়তা করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ