সারা দেশে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের শহীদ মিনারের সামনে এক সমাবেশে মিলিত হয়।
বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আবু হুরাইরা, শারমিন আক্তার, আবু রাইয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তরা দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত পড়ালেখার পাশাপাশি ছাত্ররা রাজপথে থাকবে। এরপর থেকে কোথাও কোন প্রকার লুটপাট করা হয় তাহলে তার বিরুদ্ধে ছাত্ররা রুখে দাঁড়াবে। প্রযোজনে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন ছাত্ররা।
বিডি প্রতিদিন/এএম