প্রায় এক সপ্তাহ পর যশোরে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সোমবার সকাল থেকেই শহরে পূর্বের মতোই তারা দায়িত্ব পালন শুরু করেছেন। তবে তাদের সাথে স্কাউটস ও রেড ক্রিসেন্টের সদস্যরাও কাজ করে যাচ্ছেন।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যশোর শহরসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৮৬ জন ট্রাফিক পুলিশ সদস্য সোমবার সকাল থেকে দায়িত্ব পালন করছেন। যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, গত সাতদিন ধরে রাস্তায় দায়িত্বপালন করা শিক্ষার্থী, স্কাউটস ও রেড ক্রিসেন্টের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও তাদের স্বাগত জানিয়েছেন। কাজ করতে তাদের কোন সমস্যা হচ্ছে না।
বিডি প্রতিদিন/এএম