গাজীপুরের কালিয়াকৈর থানায় পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। প্রায় এক সপ্তাহকাল থানাগুলো শূন্য থাকবার পর পুলিশ সদস্যরা এলেন। থানা চত্ত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। স্থানীয় জনগণকে ইতোমধ্যে আইনি সেবা দিতে শুরু করেছে পুলিশ সদস্যরা। জনগণের বন্ধু হয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন। অল্প পরিসরে থানায় কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষও আবার পুলিশি সেবা পেয়ে খুশি। ইতিমধ্যে উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও গাজীপুর জেলার আহ্বায়ক পাঠান আজাহার সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেনসহ বিএনপির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, গতকাল রাতে কালিয়াকৈর থানায় উপস্থিত হন। পরে সোমবার সকাল থেকেই অল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করা হয়।
বিডি প্রতিদিন/এএ