কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে গাইবান্ধা জেলার সাত থানা পুলিশ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফুলছড়ি থানায় গিয়ে পুলিশ ও সেনা সদস্যদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জেলার সাত থানা পুলিশ তাদের দায়িত্ব পালন শুরু করেন।
সপ্তাহ খানেক কর্মবিরতির পর পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক কাজে যোগদান করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফুলছড়ি থানায় গিয়ে পুলিশ ও সেনা সদস্যদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান।
এসময় বক্তব্য দেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজামান বসুনিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খোরশেদ আলম, আতিকুর রহমান শান্ত, জাহিদ, সুমন, শ্রাবণ, মুকুল, পারভেজ, শুভ প্রমুখ।
পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শুঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী, সাংবাদিক ও সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, ‘আমরা জনগণের সহযোগিতা প্রত্যাশা করছি। এখন জনগণের সেবা করার জন্য আমরা প্রস্তুত।
এব্যাপারে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলার সাত থানার পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন