টানা এক সপ্তাহ কর্মবিরতির পর অবশেষে কাজে যোগ দিয়েছে মেহেরপুররে পুলিশ বাহিনী। সোমবার দুপুর ১১ টায় শহরের হোটেল বাজার মোড়ে পুলিশ সুপার এসএম নাজমুল হকের নেতৃত্বে ট্টাফিক নিয়ন্ত্রণে নামে পুলিশ সদস্যরা। এর পরপরই পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ভ্যান ও মোটর সাইকেল নিয়ে মেহেরপুর শহর প্রদক্ষিণ করে।
পুলিশ সুত্রে জানা গেছে, মেহেরপুর সদর থানা সহ মেহেরপুরের মুজিবনগর ও গাংনী থানাতেও এক সাথে কাজে যোগদান করেন পুলিশ কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘদিন পর পুলিশ অফিসে ফিরেছে কর্ম ব্যস্ততা। সচল হয় থানার কার্যক্রম।
মেহেরপুর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর ইসমাইল হোসেন বলেন, সকাল থেকে ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছেন। সড়ক নিয়ন্ত্রণের পাশা পাশি মটর সাইকেল চালকদের হেলমেট ব্যাবহার ও বিভিন্ন গাড়ি চালদের সাথে গাড়ির বৈধ কাগজ পত্র সাথে রাখার জন্য সচেতন করা হচ্ছে।
পুলিশ সুপার এসএম নাজমুল হকের বলেন, মেহেরপুর জেলা আগে থেকেই ভালো ছিলো, স্বাভাবিক কার্যক্রম ছিলো। আজকে থেকে আমরা আরো উদ্যোগী হবার চেষ্টা করছি। যাতে আমরা জনগণকে সাথে নিয়ে নিরাপদ শহর নিরাপদ মেহেরপুর গড়তে পারি।
বিডি প্রতিদিন/এএম