চাঁদপুরে সরকার পতনের পর থেকে নতুন সমাজ গঠনে ছাত্র-ছাত্রীরা স্বেচ্ছাশ্রমে পালন করছে ব্যাপক কর্মযজ্ঞ। তাদের পক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় শৃঙ্খলা ফেরাতে, বাজার মনিটরিং ও সাধারণ মানুষকে সচেতন করতে দেয়ালে দেয়াল এঁকে দিচ্ছে গ্রাফিতি।
তারা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে সমাজের নানা অসঙ্গতির কথা। সম-অধিকার প্রতিষ্ঠায় লেখা হচ্ছে নানা স্লোগান। মানুষের মধ্যে সচেতনতাবোধ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শহরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়ালগুলো কিছুদিন আগেও তাকানো যেত না। এসব দেয়ালে রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী পোস্টারে ছেঁয়েছিল। শিক্ষার্থীদের সৃজনশীল ও চোখ জুড়ানো চিত্রকর্মে সেসব দেয়াল এখন নান্দনিকতা পেয়েছে।
সোমবার (১২ আগষ্ট) সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। শহর ও শহরতলীর বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই কর্মকান্ডে অংশ নিয়েছে।
গত কয়েকদিন থেকে চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাবুরহাট উচ্চ বিদ্যালয়, জেলা পরিষদ, টেলিফোন ভবন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনের দেয়ালগুলোতে এসব চিত্রকর্ম আঁকা হচ্ছে।
এছাড়াও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাবুরহাট থেকে শুরু করে শহর ও আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছেন বহু শিক্ষার্থী। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দায়িত্ব পালন করছেন। এমনকি তাদের সাথে যোগ দিয়েছেন বিএনসিসি।
ট্রাফিক ব্যবস্থাপনার এই কাজ শুধুমাত্র চাঁদপুর শহরে নয়, জেলার ফরিদগঞ্জ, হাইমচর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলায় একইভাবে চলছে।
জেলা শহরে দায়িত্বপালনকারী একাধিক শিক্ষার্থী জানান, ট্রাফিক পুলিশের সদস্যরা না থাকায় আমরা জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে এই কাজ করছি। আইনশৃঙ্খলার অবস্থা স্বাভাবিক হলে ও পুলিশ বাহিনীর সদস্যরা কর্মস্থলে যোগ দিলে, আমাদের আর এই কাজটি করতে হবে না। আমরা এখন সড়কে চালকদের নিয়ম মেনে চলার অনুরোধ করে যাচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল