রংপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের ট্রাফিক বিভাগ তাদের কাজ শুরু করেছে। সোমবার সকাল থেকে নগরীর মেডিকেল মোড়, কাচারীবাজার, পায়রাচত্ত্বর, জাহাজ কোম্পানী মোড়, শাপলা চত্ত্বর, মডার্ণ মোড়সহ নগরীর ৬টি পয়েন্টে ট্রাফিক পুলিশকে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।
এছাড়া সদর উপজেলার পাগলাপীর, তারাগঞ্জ উপজেলার চৌপথি, মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ও কাউনিয়া উপজেলার বাজার এলাকায় তারা দায়িত্ব পালন করেন। ১১ দফা দাবীতে কর্মবিরতি চলার পর পুলিশ সদস্যরা কাজে ফেরায় তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থী, সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীদের।
রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মেনহাজুল আলম বলেন, নগরীতে যানজট নিয়ন্ত্রণে সকাল থেকে ৬টি পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুর করেছে। দু-একদিনের মধ্যে নগরীর ছোট-বড়মিলে ২০টি পয়েন্টে ট্রাফিকপুলিশ সদস্যরা কাজ শুরু করবে। এতে করে নগরীবাসীর যানজট থেকে মুক্তি পেয়েছে। নগরীর যানজট নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চাই।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, সকাল থেকে জেলা পুলিশের ট্রাফিক সদস্যরা কাজ শুরু করেছে। পুলিশ কাজে ফেরায় জনমনেও স্বস্তি এসেছে।
বিডি প্রতিদিন/এএম