দেশের বিভিন্ন জেলায় নিজস্ব স্থানে ফিরছেন পুলিশ সদস্যরা। দীর্ঘ ৬ দিন পর ঠাকুরগাঁওয়ে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নামলেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা।
আজ সকাল থেকে সারা দিনব্যাপী শহরের চৌরাস্তা, বাসস্ট্যান্ড গোলচত্ত্বরসহ প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। তীব্র তাপদাহ উপেক্ষা করে কেউ মুখে বাঁশি নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন যানবাহন চালককে। আবার কেউবা বয়স্ক ব্যক্তিসহ রাস্তা পারাপারে অক্ষমদের রাস্তা পার করে সহযোগিতা করছেন। এছাড়াও মানুষের সুরক্ষার কথা ভেবে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর বিষয়ে উদ্বুদ্ধ করছেন শিক্ষার্থীরা।
তারা বলছেন সারা দেশে যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। ঠাকুরগাঁওয়ে আজ ট্রাফিক পুলিশ মাঠে নামলেও আমরা তাদের সহযোগী হিসেবে যানজট নিরসনে ভূমিকা রেখে জনগণের যেন ভোগান্তি না হয় সে হিসেবে কাজ করে যাচ্ছি। যেহেতু পুলিশ তাদের দায়িত্ব পালনে আজ থেকে কাজ করছে তাই আজ আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণের শেষ কর্মসূচি।
বিডি প্রতিদিন/এএ