শিক্ষার্থীদের নিয়ে বরিশাল নগরের বিভিন্ন বাজারে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর। দুপুরে প্রচারনা করা হয় বলে ভোক্তার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানিয়েছেন।
তিনি জানান, শিক্ষার্থীদের নিয়ে নগরে পিয়াজপট্টি, হাটখোলা ও বাজার রোডে সচেতনতামূলক প্রচারনা করা হয়েছে। এ সময় প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা প্রদর্শন ও পন্যের মুল্যে লেখা, ক্রয় করার পন্যের ভাউচার ও কোন পন্যের বেশি না রাখার জন্য সচেতন করা হয়।
উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, বাজারে চালের দাম একটু বেড়েছে। তবে অন্যান্য পন্যের দাম আগের মতো রয়েছে। ক্রেতাদের জিম্মি করে পন্য বিক্রির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে। প্রচারনায় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম