বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের দাবিতে সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট করেছে সচেতন নাগরিক সমাজ।
সকালে এ ধর্মঘটের নেতৃত্ব দেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।
কাজী মজিবুর রহমান জানান, বর্তমান পার্বত্য জেলা পরিষদ নানা অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত। তাই অতিশীঘ্রই বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং সদস্যদের পদ বাতিল করে নতুন চেয়ারম্যান ও সদস্যের মাধ্যমে নতুন পরিষদ গঠন করার দাবি জানানো হয় অন্তর্বর্তীকালীর সরকারের কাছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মাসুম বিল্লাহ জানান, সকালে সচেতন নাগরিক সমাজের লোকজন এসে অফিসের ফটকে তালা ঝুলিয়ে দিলে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে ঢুকতে পারেননি। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে কর্মবিরতি শেষে অন্তর্বর্তীকালীন সরকারের আহবানে সোমবার সকাল থেকে কাজে যোগদান করেছে বান্দরবান জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে নিয়োজিত সদস্যবৃন্দ।
বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বান্দরবান সদর থানা, পুলিশ সুপার কার্যালয়ের পাশাপাশি ট্রাফিক পয়েন্টগুলোতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল